রকমারি ডেস্ক: আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাক-পরিচ্ছদ নিয়ে প্রায়ই ঠাট্টা-মশকরা চলে অনলাইনে। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বাগানে সবজি চাষ করতেন। এ বিষয়টি সবাই ভালো চোখেই দেখতেন। কিন্তু মেলানিয়া বাগানে গিয়েই ব্যাঙ্গাত্মক মন্তব্যের শিকার হলেন। সবাই উপহাস করলেন তাকে। কারণ, বাগানের কাজে তার পোশাক-পরিচ্ছদ মোটেও মানানসই ছিল না। একটা ছবিতে দেখা যাচ্ছে, মেলানিয়া একটা স্বর্ণালী বেলচা নিয়ে মাটি এদিক-ওদিক ...