আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুলসুম নওয়াজ ৬৮ বছর বয়সে মারা গেলেন। তিনবার পাকিস্তানের ফার্স্টলেডি হয়েছিলেন কুলসুম। গত বছরের আগস্ট থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চলতি বছরের ১৪ জুন হার্ট অ্যাটাকও করেছিলেন তিনি। তার স্বামী নওয়াজ শরিফ এবং মেয়ে মরিয়ম এখন পাকিস্তানের কারাগারে। ...