অর্থনীতি ডেস্ক: জনতা ব্যাংকব্যাংক খাতে বারবার আলোচনায় ওঠে আসে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নাম। বিতর্কিত সব জালিয়াত চক্রই এই ব্যাংকের গ্রাহক। জনতা ব্যাংকের অন্যতম গ্রাহকদের মধ্যে রয়েছে— হলমার্ক, বিসমিল্লাহ, ক্রিসেন্ট ও অ্যানন টেক্স গ্রুপ। এই চারটি গ্রুপ কখনও আমদানির নামে টাকা নিয়েছে, কখনও টাকা নিয়েছে ভুয়া রফতানির নথিপত্র তৈরি করে। আর জনতা ব্যাংকও এসব গ্রাহকের হাতেই উদারতার সঙ্গে তুলে দিয়েছে কোটি ...