আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে ফিলিপাইন উপকূলে আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া সুপার টাইফুন মাংখুট। স্থানীয় সময় শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ২ টা ৩০ মিনিটে উত্তর ফিলিপাইনে সর্বপ্রথম আঘাত হানে মাংখুট। জানা যায়, পূর্বে ঝড়টির বাতাসে গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ২২৫ কিলোমিটার বেগে মাংখুট আছড়ে পড়ে ফিলিপাইনের উত্তরপূর্ব কাগায়ান প্রদেশের উপর। হাওয়াইয়ের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ...