আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজবধূ ডায়ানার একটি বোরকা এ মাসে যুক্তরাষ্ট্রে নিলামে তোলা হবে। ১৯৮৬ সালে প্রিন্সেস ডায়ানার উপসাগরীয় অঞ্চল ভ্রমণের জন্য ওই বোরকাটির নকশা করা হয়েছিল। নিলামে অন্য পোশাকের নকশা এবং কাপড়ের নমুনাও প্রদর্শন করা হবে। এসব পোশাক এসেছে ডেভিড এবং এলিজাবেথ এমানুয়েলের ফ্যাশন হাউজ থেকে যারা প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাকেরও নকশা করেছিলেন। খবর বিবিসির। এক চিঠিতে গালফ ট্যুরের জন্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর