আন্তর্জাতিক ডেস্ক: ২০১৩ সালে মিসরের রাজধানী কায়রোতে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সিনিয়র নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মুসলিম ব্রাদারহুড মোহাম্মদ বেলতাগি ও নেতা এসাম এল-এরিয়াকে মৃত্যুদণ্ড এবং দলটির আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া শাওকান নামে পরিচিত প্রখ্যাত চিত্রসাংবাদিক মাহমুদ আবু জেইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৩ সালে শাওকান কায়রোতে ...