রকমারি ডেস্ক: ইংল্যান্ডের পশ্চিমে অবস্থিত ক্যাথেড্রাল শহরে একটি নিলাম হাউসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ২৫০ বছরের ঢাকনাবিহীন, ভাঙাচোরা একটি পুরনো টি-পটের দাম উঠেছে ৮ লাখ ৬ হাজার ডলার। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের পক্ষ থেকে একজন ডিলার সর্বোচ্চ দামে কিনে নেন টি-পটটি। যদিও টি-পটটি নিলামঘরে তোলার পর এর মূল্য ধরা হয়েছিল ১০-২০ হাজার ডলার। টি-পটটি সম্পর্কে ধারণা করা হচ্ছে, ১৭৬০ ...