নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী সূর্যমুখী পরিবহনের ...