তথ্য প্রযুক্তি ডেস্ক: ঈদুল আজহার বাকি আর তিন দিন। গরুর হাটের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে শহর-গ্রামের দেয়াল আর রাস্তা। পাশাপাশি ফেইসবুকের ওয়াল আর ওয়েবসাইটগুলোর ব্যানারেও গরু-ছাগলের হাঁকডাক। অনলাইনে কোরবানির পশুর খোঁজখবর জানাচ্ছেন ইমরান হোসেন মিলন দৃশ্যপট পাল্টে গেল দু-তিন বছরেই। জ্যাম ঠেলে, কাদা মাড়িয়ে হাটে যেতে অনীহা যাদের, তাদের কথা মাথায় রেখে মাঠে নেমে পড়ল অনলাইন উদ্যোক্তারা। এ গ্রাম সে গ্রাম ...