বিনোদন ডেস্ক: এয়ারপোর্ট থেকে গত সোমবার দুপুর ১টায় বের হয়ে বাসায় আসতে রাত ১০টা ৩০ বেজে যায়। কারণ রোড ব্লক করা ছিল, ব্লক করার কারণটা সবারই জানা। কিন্তু অন্য সময় জ্যামে বসে থাকতে অনেক বিরক্ত লাগলেও সেদিন মোটেও খারাপ লাগেনি। কিছুটা অসুস্থবোধ করলেও জ্যামে বসে মনে মনে খুব গর্ববোধ করছিলাম এই ভেবে এখনও আমরা মরে যাইনি, সবাই অমানুষ হয়ে যাইনি। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর