১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা আমির হোসেন রাজনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।তিনি দাউদকান্দি পৌর এলাকার কাজীরকোনা গ্রামের দুলাল মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌর এলাকায় সকালে ধারালো ছেনি দিয়ে রাজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত রাজনকে প্রথমে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজন উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা রাজনকে ছেনি দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে।  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার  মৃত্যু হয়। তবে তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা ছিল। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

প্রকাশ :মে ৬, ২০১৭ ৮:৪০ অপরাহ্ণ