১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৮

ধর্ষণের পর গৃহবধূকে হত্যা : পাঁচজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান সোমবার এ দণ্ডাদেশ দেন। সেই সঙ্গে অভিযুক্তদের এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শিবগঞ্জ উপজেলার জীবন ওরফে বাবু, মো. কেতাব, মো. আলমগীর হোসেন, মো. নুরুল ইসলাম ডাক্তার ও জেনারুল ডাক্তার।

চাঁপাইনবাবগঞ্জের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত সাড়ে ১০টায় একটি ভুট্টাক্ষেতে মনিরা বেগম (২২) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করে দণ্ডিতরা। পরদিন ২১ এপ্রিল লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরা বেগমের মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের উপস্থিতিতে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৩) ধারায় ১১ আসামিদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পান অপর ৬ আসামি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ