১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন গণমাধ্যমগুলোকে জাতীয় সম্প্রচার কমিশনের কাছে নিবন্ধনের বিধান রেখে ‘জাতীয় অনলাইন নীতিমালা, ২০১৭’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, অনলাইন গণমাধ্যমকে সম্প্রচার আইন অনুযায়ী গঠিত জাতীয় সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন ফি কমিশন নির্ধাণ করবে। অনলাইন গণমাধ্যমের পরিচালনা পদ্ধতিও সম্প্রচার কমিশন নির্ধারণ করবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ