২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০১

`আপনার বয়স হয়েছে, হুঁশ-জ্ঞান কমে গেছে’-অর্থমন্ত্রীকে শেখ সেলিম

নিজস্ব প্রতিবেদক:

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত আবগারী শুল্ক নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সোমবার দুপুরে জাতীয় সংসদে বাজেটের ওপর দেয়া বক্তৃতায় শেখ সেলিম এ পরামর্শ দেন।

অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে শেখ সেলিম বলেন, আপনার বয়স হয়েছে। হুঁশ-জ্ঞান কমে গেছে। আপনার অনেক কথায় সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনি বলেছেন, যাদের ১ লাখ টাকা আছে তারা সম্পদশালী। এর আগেও আপনি বলেছিলেন ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না। এসব নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে। প্রধানমন্ত্রী যেটার সমাধান দিয়েছেন আপনি সেটার ওপরও কথা বলেন।

শেখ সেলিম বলেন, আপনি অর্থমন্ত্রী, আপনার দায়িত্ব হলো বাজেট পেশ করা। সংসদ সদস্যরা আলোচনা করে তা ঠিক করবেন। এসময় শেখ সেলিম আবগারী শুল্ক প্রত্যাহারেরও দাবি জানান।

 

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ