২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৩

সিইসির সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণসহ বেশ কিছু বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। তিনি বলেন, আমরা সিইসির কাছে বিভিন্ন আসনের সীমানার সমস্যাসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছি উনি সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের আস্বস্ত করেছেন।

রবিবার সিইসির কার্যালয়ে বৈঠক বসেন চার সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুর রশীদ সরকার ও ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন।

সিইসির সঙ্গে ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসোন চৌধুরী ও ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ