আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করছে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় ফখর জামানের। সেই ম্যাচে করেন ৩১ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৫০। আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৫৭ রান। আজ ফাইনালে ভারতের বিপক্ষে ৯২ বলে সেঞ্চুরি তুলে নেন। যা তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
এর আগে দলীয় ১২৮ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন আজহার আলী। যাওয়ার আগে ফখর জামানের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে যান। যেখানে তার অবদান ছিল ৫৯ রান। যা তিনি ৭১ বলে ৬টি চার ও ১ ছক্কায় করেন।
সংক্ষিপ্ত স্কোর:
৩৩ ওভারে পাকিস্তান ২০০/১