১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২
In this photograph taken on April 11, 2017, an Afghan security force personnel fires during an ongoing an operation against Islamic State (IS) militants in the Achin district of Nangarhar province. An American special forces soldier has been killed while conducting operations against the Islamic State group in Afghanistan, the US military said. The US-backed Afghan military has vowed to wipe out the group in its strongholds in the eastern province of Nangarhar as IS challenges the more powerful Taliban on its own turf. / AFP PHOTO / NOORULLAH SHIRZADA

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ও হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের পুলিশের একটি বিশেষ বাহিনীর সদর দপ্তর। ঘটনাটি ঘটেছে আজ রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় আফগানিস্তানের পাকটিয়া প্রদেশের গারদেজ শহরের পুলিশের একটি বিশেষ বাহিনীর সদর দপ্তরে।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

জোড়া বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৫ পুলিশ। আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে ২০ জন সাধারণ মানুষ।

এ বিষয়ে আফগান অভ্যন্তরীণ মন্ত্রালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি সদর দপ্তর চত্বরে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণের ধাক্কা সামলানোর আগেই মূল গেটে আরও ৪ জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশ সদস্যের।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ৫:২৩ অপরাহ্ণ