অনলাইন
:দিল্লিতে একটি কন্টেইনার থেকে গ্যাস লিক হয়ে রানি ঝাঁসি স্কুলের হয়ে পড়েছে প্রায় ৩১০ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে এলাকার রেলওয়ে কলোনির কাছে তুঘলকাবাদে রানী ঝাঁসি সর্বোদয় কন্যা স্কুলে ঝাঁঝালো গ্যাসে শিক্ষার্থীদের চোখে জ্বালা শুরু হয়। স্কুলের গেটের কাছে একটি গ্যাস কন্টেনার থেকে এই ঘটনার সূত্রপাত।
দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌছে। পরিস্থিতি মোকাবিলায় স্কুল খালি করে দেওয়া হয়। পরে, ‘ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স’ ঘটনাস্থলে আসে এবং এই ছিদ্র বন্ধ করার কাজ শুরু করে।
স্কুলের প্রিন্সিপাল জানান, স্কুলের শিক্ষার্থীদের নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার পাশাপাশি চোখে প্রদাহ হচ্ছিল।
যে গ্যাস লিক হয়েছে তার নাম মিথেল ক্লোরো পেন্টজাইম। এর প্রভাবে বমি, চোখ জ্বালা, গা চুলকানো, পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গ্যাস লিক হওয়ার সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ দায়েরি (এফআইআর) নথিভুক্ত করা হয়েছে।