অনলাইন ডেস্ক:
লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লক্ষীপুর সদর থানা পুলিশ।
এর আগে শনিবার রাত ১০টার দিকে লক্ষীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, রাতে হারুন মসজিদে নামাজ আদায় শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, একাধিক নাশকতা মামলায় হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক দেশজনতা/এমএম