নিজস্ব প্রতিবেদক:
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে জেলা কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘‘ এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। পার্বত্য জেলায় পাহাড়ধসে সরকারের ব্যর্থতা বিরোধী দলের নেতৃবৃন্দ সরজমিনে না দেখতে পারে, সেজন্য বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দের ওপর এই জঘন্যতম হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
‘‘ এই ঘটনার প্রতিবাদে সোমবার সারাদেশে জেলা ও মহানগর এবং ঢাকার সকল থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।” রিজভী বলেন, ‘‘ এই হামলা সরকারের একতরফা নির্বাচন করার ইংগিত বহন করে। তারা চায় না সব দলের অংশগ্রহনমূলক নির্বাচন। সেজন্য ক্ষমতাসীন দলের ক্যাডারা বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবের গাড়িবহরে হামলা চালিয়েছে।”
স্থানীয় আদালতে হাজিরা দেয়ার পর ঘটনার তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে এবং কর্মসূচি ঘোষণা করতে রিজভী জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট এএসএম বকর প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/ এমএইচ