১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

নাটোরে ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাকের ধাক্কায় জ্বালানি তেলবাহী ট্যাংক লরির চালক আমজাদ আলীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী কুষ্টিয়ার কাঁটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। বর্তমানে তেলবাহী ট্যাংক লরিটি পুলিশ হেফাজতে রয়েছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, সকালে নাটোর থেকে কুষ্টিয়াগামী যমুনা অয়েল লিমিটেডের জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর ফজলিতলা এলাকায় পৌঁছালে লরির পেছনের চাকায় কোনো সমস্যা হয়। এ সময় চালক লরি থেকে নেমে পেছনের চাকা পরীক্ষা করছিলেন। এ সময় নাটোরমুখি একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লরির চালক আমজার আলীর মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায়। ট্যাংক লরিটি উদ্ধার করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ