১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

প্রথমসেরা নির্বাচিত হল অন্য চোখে’ উপন্যাসটি

শিল্প-সাহিত্য ডেস্ক:

শব্দঘরের উদ্যোগে অন্যপ্রকাশের সহযোগিতায় সাহিত্য প্রতিযোগিতায় আশান উজ জামানের ‘অন্য চোখে’ উপন্যাসটি প্রথমসেরা নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ কথাশিল্পীদের পাঠানো পাণ্ডুলিপি থেকে এ উপন্যাসটি নির্বাচিত করেন বিচারকগণ।

বিচারক হিসেবে ছিলেন মোহীত উল আলম, হরিশংকর জলদাস, মোহিত কামাল, কুয়াত ইল ইসলাম ও মাজহারুল ইসলাম। অমর একুশে বইমেলায় এটি বই আকারে প্রকাশ করবে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।

আশান উজ জামান ১৯৮৬ সালে যশোর জেলার শার্শায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন। এছাড়া ছোটগল্প ও গীতিকবিতা লেখেন। গীতিকবিতায় পুরস্কার পেয়েছেন তিনবার।

পেশাগত জীবনে দৈনিক পত্রিকার প্রদায়ক ছিলেন, ফিচার লিখেছেন, বিনোদন সাংবাদিকতা করেছেন। পড়াশোনা শেষে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন। বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ