নিজস্ব প্রতিবেদক:
বরগুনার পুরস্কার ঘোষিত ইয়াবা ডিলার শাহিন দফাদারকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘড়ে তল্লাশি চালিয়ে দু`শ পিস ইয়াবা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শাহিন কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নেছার উদ্দিন দফাদারের ছেলে। শাহিন এ অঞ্চলের সবচেয়ে বড় মাদক ডিলার। সে চট্টগ্রাম থেকে নৌ ও সড়ক পথে ইয়াবা এনে পাথরঘাটা ও এর আশপাশের এলাকার খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে বিক্র করতো বলে জানিয়েছে পুলিশ। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক জানান, শাহিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হবে। প্রসঙ্গত শুক্রবার রাতে পাথরঘাটার ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে ইয়াবা ডিলার শাহিনের সম্পর্কে বিভিন্ন তথ্য পায় পুলিশ। পরে শুক্রবার রাতেই শাহিনকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে পাথরঘাটা থানা পুলিশ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

