১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

লন্ডন অগ্নিকান্ডে নিহত ৫০০,ব্রিটিশ গণমাধ্যম ধামাচাপা দেয়ার চেষ্টা

স্পোর্টস ডেস্ক:

ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারে মঙ্গলবার মধ্যরাতের পর লেগে যাওয়া ভয়াবহ আগুনে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা। তারা বলছেন, ব্রিটিশ গণমাধ্যম এ সংক্রান্ত খবর ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
নাদিয়া নামের একজন স্থানীয় অধিবাসী ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গ্রেনফেল টাওয়ারের ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সবাই নিহত হয়েছেন বলে তিনি আশঙ্কা করছেন। প্রেসটিভি নাদিয়ার পারিবারিক নাম প্রচার করেনি তবে সামাজিক মাধ্যমে তিনি ডিজে আইলা নামে তৎপরতা চালান।
লন্ডন পুলিশ কমান্ডার স্টুয়ার্ড কান্ডি অবশ্য শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের হিসাব মতে, গ্রেনফেল টাওয়ারে অন্তত ৫৮ ব্যক্তি নিহত হয়েছেন যাদের সংখ্যা বাড়তে পারে।তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ভবনটিতে বসবাস করতেন প্রায় ৬০০ মানুষ। প্রেসটিভির লন্ডন প্রতিনিধি ক্যামিলিয়া শামবাইয়াতিকে নাদিয়া জানিয়েছেন, পুড়ে যাওয়া ভবনটিতে বসবাসকারী ৬০০ মানুষের মধ্যে মাত্র ৭৬ জনকে খুঁজে পাওয়া গেছে।  কাজেই এখনো সেখানকার ৫০০’র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।তিনি প্রশ্ন করেন, “তাহলে নিখোঁজ ব্যক্তিরা কোথায়? ভবনটিতে বসবাসকারী ৫০০/৬০০ মানুষের তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না?” নাদিয়া বলেন, ছোট শিশুরাও জানতে চাচ্ছে তাদের খেলার সাথীরা কোথায়।পশ্চিম লন্ডনের এই অধিবাসী জোর দিয়ে বলেন, নিখোঁজ সব মানুষ নিহত হয়েছেন এবং ব্রিটিশ গণমাধ্যম বিশেষ করে বিবিসি এ খবর চেপে যাচ্ছে।গত মঙ্গলবার মধ্যরাতের পর পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ২৪ তলা ভবনটিতে মোট ১২০টি আলাদা অ্যাপার্টমেন্ট ছিল এবং সেখানে অনেক মুসলমান বসবাস করতেন। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ৯:১৬ পূর্বাহ্ণ