২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

ব্যর্থ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না: জামায়াত

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট হেলাল উদ্দিন এ মন্তব্য করেন।

ইফতার মাহফিলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ছিল সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান জুলুমবাজ সরকার সাধারন মানুষের সে প্রয়োজন পূরণে শতভাগ ব্যর্থ হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ ক্রয় সীমার বাহিরে। চিনির দাম বেড়েই চলছে। ডাল-সবজির বাজারে আগুন। মাছ-গোশত দিয়ে পেট ভরে ভাত খেয়ে রোজা রাখার অবস্থানে নেই সাধারন মানুষ। রমযানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা-বেহায়াপনা-নগ্নতা বন্ধ করতে পারেনি সরকার। প্রদর্শনীর ধরণ পরিবর্তন করে তা চলছে নিত্য-নতুন মোড়কে।

মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. মু. হেলাল উদ্দিন বলেন, দেশ থেকে অন্যায়-অপশাসন ও জুলুমের অবসান ঘটাতে পবিত্র রমজান মাসকে আত্মন্নোয়ন, পরোপকার, কল্যাণচিন্তা ও ইসলামের বাস্তব অনুসরনের মধ্য দিয়ে কাজে লাগাতে হবে। বর্তমান সরকার পবিত্র রমজান মাসেও আইনের শাসন ও মানবাধিকার লংঘন করে চলছে। দেশে গুম-খুন, চাঁদাবাজি অব্যহত গতিতে চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

হাজারীবাগ থানা আমির আব্দুল বারী আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমান এর পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাও: আব্দুল বাতেন ও মামুনুর রশিদ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৯:১০ অপরাহ্ণ