১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৩

সিরাজগঞ্জে জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা!

সিরাজগঞ্জ প্রতিনিধি :

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় সিরাজগঞ্জে রক্তিম দাস জয় (১৬) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে শহরের ধানবান্ধি এলাকায় এ ঘটনায় ঘটে।

রক্তিম দাস জয় ধানবান্ধি মহল্লার জেসি রোডের বাসিন্দা প্রদীপ কুমার দাস ও সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেখা রানী দাসের একমাত্র ছেলে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, জয় এবার সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে। তবে জিপিএ- ৫ না পেয়ে ৪ দশমিক ৭১ নম্বর পায়। এতে তার মা কিছুটা বকাঝকা করলে সে ক্ষোভে ও অভিমানে সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।

প্রকাশ :মে ৬, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ