নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল রাখা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সিনেট সদস্যদের সর্বসম্মতি ক্রমে হলের নতুন নাম নির্ধারণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হলটির
পরিচিতিতে কোন শহীদুল্লাহ সেটি নির্দিষ্ট করা ছিল না। হল প্রশাসন, শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে এখন থেকে এটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল নামে পরিচিতি লাভ করবে।
উল্লেখ্য, শহীদুল্লাহ হল ১৯২১ সালে প্রতিষ্ঠা হয়।
দৈনিক দেশজনতা /এমএম