১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮, ফের উদ্ধার কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় উদ্ধার কাজ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত রাঙামাটিতেই ১১৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া চট্টগ্রামের মোট পাঁচ জেলায় মৃত্যু হয়েছে মোট ১৫৮ জনের।

এদিকে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আবার রাঙামাটিতে উদ্ধার কাজ শুরু করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস। শনিবার সকাল থেকে শহরের মুসলিমপাড়া ও লোকনাথ মন্দির এলাকায় উদ্ধার কাজ শুরু হয়।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলার জোড়াছুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইকবাল চৌধুরী।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, পাহাড়ধসে নিহতদের মরদেহ পানিতে ভাসছে এমন তথ্যের ভিত্তিতে তারা উদ্ধার কাজ শুরু করেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। তবে শহরের এ দুটি এলাকায় পাহাড়ধসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তারা কাজ অব্যাহত রেখেছেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ