১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

ছাগলে গাছ খাওয়ায় চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে খুন

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার কাহালু উপজেলায় ছাগলে গাছ খেয়ে ফেলার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আমিনুর রহমান (৩০) নামের এক যুবক খুন হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ছোট কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুর একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় ভটভটি চালক।

কাহালু বীরকেদার ইউপি সদস্য এমদাদুল হক জানান, সকালে চাচাতো ভাই আবদুল মান্নানের (২৬)  গাছ খেয়ে ফেলে আমিনুরের বড়ভাইয়ের ছাগল। এ নিয়ে মান্নান-আমিনুরের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মান্নান ক্ষিপ্ত হয়ে আমিনুরের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে মান্নান পলাতক রয়েছেন।

কাহালু থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ