১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫

কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন । শুক্রবার (১৬ জুন) বিকালে কাশ্মিরের দক্ষিণাঞ্চলের আচাবল এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। টহলদারিতে বেরিয়েছিলেন এক স্টেশন হাউস অফিসারের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য। অনন্তনাগের আচ্ছাবলে পৌছাতেই অন্তত ১৫ জন জঙ্গি ওই পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মুখ ক্ষত বিক্ষত করে দেয়। সেসময় তারা সকলেই নিহত হন বলে জানান স্থানীয় পুলিশের ডিজি এস পি বৈদ। এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার তরুন কমান্ডার জুনাইদ মাট্টুকে হত্যা করে ভারতীয় যৌথবাহিনী। এদিকে, মাট্টুকে হত্যার প্রতিশোধ নিতেই এ পাল্টা হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতি দিয়েছে লস্করের মুখপাত্র আবদুল্লা গজনভি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ২:৪৬ অপরাহ্ণ