নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টির কারণে ঝুঁকির আশঙ্কায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইজগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়। কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারী বর্ষণে কাপ্তাই লেকের পানি বেড়ে গেছে। পুরোনো এই লেকে বেশি পানি হলে ঝুঁকি রয়েছে। এ কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়েছে। লেকের পানি এই দরজা দিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বাঁধের একেকটি দরজা ১৮ ইঞ্চি লম্বা। প্রতিটি ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএইচ