১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সেলিম শেখ (৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মাগুরা সদর উপজেলা সদরের হাজরাপুর আদর্শ গ্রামের সিরু শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই পিকআপের দুই হেলপার।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানায়, নিহত সেলিম ফার্নিচার বোঝাই পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাগুরা সদরের জাগলায় যাচ্ছিলেন। পারনান্দুয়ালী এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পিকআপ চালক সেলিশ শেখ নিহত এবং জাকির হোসেন ও সেতু মিয়া নামে দুই হেলপার আহত হয়। আহতদের একজনকে মাগুরা সদর হাসপাতাল ও অন্যজনকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ