১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

দেশে ফিরেছেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এমিরেটস এয়ারলাইনসের বিমানে করে ইংল্যান্ড থেকে ক্রিকেটারদের সকাল পৌনে ৯টায় বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে পৌঁছায় ক্রিকেটাররা।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অবিস্মরণীয় উত্থানের চিত্র দেখছে ক্রিকেটবিশ্ব। এরই ধারাবাহিকতার ফল এই আসরের শেষ চারে ওঠা। সেমিতে ভারতের সঙ্গে পেরে ওঠেনি ঠিক, কিন্তু এই আসরে লাল-সবুজের দল যে অসাধারণ ক্রিকেট খেলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই বলাই যায়, আসরে নিজেদের শেষ ম্যাচটি জিততে না পারলেও  ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিতে পেরেছে টাইগাররা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ