১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

সংবিধানে সহায়ক সরকার বলতে কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সংবিধানে সহায়ক সরকার বলতে কিছুই নেই। নির্বাচন সংবিধান মোতাবেক হবে। নির্বাচন সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। সেনাবাহিনী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’
ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌর মিলনায়তনে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।
 তিনি ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি প্রসঙ্গে বলেন, ‘তার আরও কয়েকটি বাড়ি আছে। সেই বাড়িগুলো বিদেশিদের কাছে ভাড়া দিয়েছেন। অথচ ব্যারিস্টার মওদুদ আহমদ বলে বেড়াচ্ছেন, তার বাড়ি নাই সে রাস্তায় থাকবে। এখন আবার বলতেছে তার খাট ভাঙ্গা তিনি এখন ফ্লোরে থাকেন এটা এই বছরের সেরা তামাশা।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, দাগনভূঞার উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ