১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

ফাইনালে খেলবেন আমির

স্পোর্টস ডেস্ক:

পিঠের সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পাকিস্তান পেসার মোহাম্মদ আমির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবেন। রবিবার কেনিংটন ওভালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য ফাইনালে আমিরের খেলার বিষয়টি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
ফাইনালের দুই দিন আগে শুক্রবার ওভাল মাঠে অনুশীলনও করেছেন ২৫ বছর বয়সী আমির। পিঠে সমস্যার কারণে গত বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে  পাকিস্তানের ৮ উইকেটে জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি এ ফাস্ট বোলার। সে ম্যাচে আমিরের পরিবর্তে পাকিস্তান একাদশে খেলেছেন রুম্মন রইস।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ৮:৫৪ অপরাহ্ণ