শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ এখন আমাদের অনুসরণ করছে।
শনিবার ঝালকাঠিতে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রাশাসন উদ্যোগে স্থানীয় শিশুপার্কে এ মেলার আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশিরা বিস্ময় প্রকাশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।
আমির হোসেন আমু বলেন, এখন আমরা বিদেশে জনশক্তি রপ্তানি করছি। ৫ বছর পর বিদেশিরা কর্মসংস্থানের জন্য বাংলাদেশে আসবে।
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও লার্নিং এন্ড আর্নিং প্রকল্প পরিচালক মির্জা আলী আশরাফ প্রমুখ। বাসস