নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের চারদিন পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে ৫ সেনাসদস্যসহ ১১০ জন নিহত হয়েছেন।
জেলা প্রশাসক জানান, উদ্ধার কাজে জেলা প্রশাসনসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় যুবকেরা ও বিভিন্ন সংগঠন সহায়তা করেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ সহকারী দিদার হোসেন পরিবর্তন ডটকমকে জানান, রাঙামাটি ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ৬০ সদস্য উদ্ধার অভিযানে অংশ নেয়।
উদ্ধার অভিযান শেষে মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছি বলে জানান রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ এখতিয়ার আরাফাতি।
দৈনিক দেশজনতা /এমএম