১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের থানাপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

মৃত তিন শ্রমিক হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেজের ছেলে নূর ইসলাম (৩০), একই গ্রামের আসাদ মুন্সির ছেলে জাহিদুর মুন্সি (১৮) ও সুমন (২৭)।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় সাহা ওই তিন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ১২টা থেকে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে।

গোপালগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন শেখ বিপ্লব জানান, শুক্রবার সকাল ১০টার দিকে থানা পাড়ার ব্যবসায়ী হায়দার মুন্সির নির্মাণাধীন বাড়ির বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের নিচে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে তিন শ্রমিক নামেন। এক পর্যায়ে তারা অক্সিজেন স্বল্পতায় এবং বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ৫:০১ অপরাহ্ণ