১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

অবসরে গেলেন বিশেষ জজ আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার’র অবসর জীবন শুরু হলো। চাকরির বয়স শেষের কারণে বৃহস্পতিবার (১৫ জুন) তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট অ্যাক্টের ৪এ ধারা অনুসায়ী মুক্তিযোদ্ধা হিসেবে তার ৬০ বছর পূর্তি হওয়ায় তাকে অবসর প্রদান করা হলো। একই আইনের ৭ ধারা অনুযায়ী শুক্রবার (১৬ জুন) থেকে ২০১৮ সালের ১৫ জুন পর্যন্ত ১২ মাসের পূর্ণগড় বেতনে অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, সাধারণ নিয়মে ৫৯ বছর বয়সে অবসরে যান অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো অধঃস্তন আদালতের বিচারকরাও। মুক্তিযোদ্ধা হওয়ায় বিচারক আবু আহমেদ জমাদার ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন।
বিচারক আবু আহমেদ জমাদার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক থাকা অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুই মামলায় বিচারকার্য পরিচালনা করেছিলেন।
যদিও খালেদা জিয়ার অনাস্থা আবেদনের কারণে হাইকোর্ট দুটি মামলায় আদালত পরিবর্তনের আদেশ দেন। পরবর্তীতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো আকতারুজ্জামানের আদালতে মামলা দুটি স্থানান্তরের পর বিচার কাজ চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ