১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

বাংলাদেশের শিল্পখাতে স্যামসাং’র বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

‘বাংলাদেশের শিল্পখাতে স্যামসাং’র বিনিয়োগ দেশে এক নয়া যুগের দুয়ার সূচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এটা তার এক নতুন দৃষ্টান্ত।’ বিশ্ব বিখ্যাত স্যামসাং’র এই বিনিয়োগ বিশ্বের অন্যান্য কোম্পানি সমূহের ভবিষ্যতের বিনোয়োগকে উৎসাহিত করবে। বৃহস্পতিবার বিকেলে শিবপুরের কামারগাওয়ে স্যামসাং ইলেকট্রনিক্স এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড’র যৌথ উদ্যোগে স্যামসাং ইলেকট্রনিক্স’র ম্যানুফ্যাকচারিং প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ারের রাষ্ট্রদূত অন স্যাং-ডু, মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশেকিন, স্যামসাং ইলেকট্রনিক্স’র হেডকোয়ার্টারের বিজনেস গ্রুপ লিডার কু ইউন চই এবং স্যামস্যাং ইলেকট্রনিক্স, বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর স্যাংওয়ান ইউন।

স্বাগত বক্তব্য রাখেন, ফেয়ারগ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন মনোহরদী-বেলাব এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা এবং ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি এবং ফেয়ার গ্রুপের সিইও চু সু মুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ প্রমুখ।
স্যামসাং’র ১ শত মিলিয়ন ডলার বা ৮ শত কোটি টাকার এই বিনিয়োগ বাংলাদেশে অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করবে। এই প্রকল্পে ৩ হাজারেরও বেশী মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রকল্পটিতে ৫ লাখ ইউনিট ফ্রিজ, আড়াই লাখ ইউনিট মাইক্রোওয়েব ওভেন, ১ লাখ ২০ হাজার ইউনিট ইয়ারকন্ডিশনার, ২ লাখ ইউনিট টেলিভিশন এবং ৫০ হাজার ওয়াশিংমেশিন উৎপাদনের ক্ষমতা থাকবে। বাংলাদেশে এটাই প্রথম বৃহৎ ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনের বিদেশি বিনেয়াগ। এই প্লান্টের মাধ্যমে দেশের মানুষ সাশ্রয়ী মূল্যে এ সকল হোম অ্যাপ্লায়েন্স প্রাপ্তি নিশ্চিত করবে। শুধু তাই নয় ভবিষ্যতে স্মার্ট ফোন, টেব, ল্যাপটপ এবং মাইক্রো চিফ জাতীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। এর আগে মন্ত্রী হেলিকপ্টার যোগে প্লান্টে এসে পৌঁছলে স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, ফেয়ার ইলেকট্রনিক্স ও স্যামসাং’র কর্মকর্তা-কর্মচারীসহ  মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ