১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি অবশেষে ওএসডি

নিজস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালাহউদ্দিন মাহমুদকে অবশেষে ওএসডি করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুন সোমবার সাপ্তাহিক শীর্ষকাগজে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কয়েক কোটি টাকার বদলি বাণিজ্য’ শিরোণামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদের দুর্নীতির তথ্য সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৮:৫৮ অপরাহ্ণ