১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

ভাড়াটিয়ার ঘরে বাড়িওয়ালীর লাশ

নিজস্ব প্রতিবেদক:

জেলার সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ভাড়াটিয়ার রুম থেকে বাড়ির মালিক জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার সুমন প্রধানের বাড়িতে ওই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ভাড়াটিয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জাহানারা বেগমের ছেলে সুমন প্রধান জানান, ‘দ্বিতীয় তলায় মা ও পরিবারের লোকজন নিয়ে বসবাস করেন। তিন দিন আগে নিচ তলায় জিসান নামের এক ব্যক্তি এক নারীকে নিজ স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নেয়। তখন তাদের কাছে জাতীয় পরিচয় পত্র চাইলে তারা জানান তাদের পরিচয় পত্র নেই। কিন্তু জন্ম নিবন্ধন ফরম আছে যা তারা দিতে পারবে। কিন্তু তারা সেটাও এ কয়েকদিনে দেয়নি। এর মধ্যে মা জাহানার বেগমকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিধায় সারাদিন খোঁজাখুজির পর রাতে থানায় মৌখিক অভিযোগ দেই। পরে বাড়ি ফিরে নিচতলার ভাড়াটিয়ার রুমে তালা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেই। তখন পুলিশ এসে ঘরের দরজার তালা ভেঙে মায়ের লাশ উদ্ধার করে। গলায় ওড়না পেঁচানো ছিল। তাছাড়া শরীরে থাকা স্বর্ণালংকারও লুটে নেওয়া হয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ মাধ্যমকে জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তদন্ত চলছে। আসামীদের ধরতে চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ