বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ ও তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান সপ্তাহ ও মেলার উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এমপি ও একই মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।এবার মেলার প্রতিপাদ্য ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’। মেলায় দেশের ৬৪টি জেলা থেকে জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারী প্রতিযোগী ও গাইডসহ তরুণ এবং অপেশাদার বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলার দ্বিতীয় দিন (শুক্রবার) সকাল ১০টায় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সমাপনী দিবসে (শনিবার) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
দৈনিক দেশজনতা/এন এইচ