চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে খুব দেখেশুনে ব্যাট করছে ইংল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেটে ১৫৩ রানে ব্যাট করছে ইংল্যান্ড। বেন স্টোক ৮ এবং মঈন আলি ৫ রান নিয়ে ব্যাট করছেন।
পাকিস্তানের হাসান আলি ২টি, রুম্মন রাইস, শাদাব খান, জুনায়েদ খান ১টি করে উইকেট নেন।
ইংল্যান্ড একাদশ : ইয়ন মরগান, আলেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জেক বল ও মার্ক উড।
পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ, আজহার আলি, ফাখর জামান, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হাসান আলি, রুম্মন রাইস, জুনায়েদ খান ও শাদাব খান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

