১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

পাহাড়ধসে নিহত দুই সেনা কর্মকর্তার দাফন হবে বনানীতে

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধসে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দাফন করা হবে। তাদের মধ্যে দু`জনের মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

আইইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত দুই সেনা কর্মকর্তার মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। এ ছাড়া অন্য দু’জনের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। অাজ সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় তাদের মরদেহ হেলিকপ্টার যোগে গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এর আগে আজ (বুধবার) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে তাদের মরদেহ ঢাকায় আনা হয়েছে। পরে ঢাকার সেনাকুঞ্জ মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় গত মঙ্গলবার দুই কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও ১০ সেনা সদস্য আহত হয়েছেন এবং সৈনিক মো. আজিজুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া পার্বত্য এলাকার তিন জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ