১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার কেদাহ প্রদেশে আজাদ (৩৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, আজাদকে কয়েক টুকরো করে হত্যা করা হয়।

মঙ্গলবার রাত একটার দিকে সুঙ্গাই পেতানির কাম্পুং লেবাইমানের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কেদাহ পুলিশ প্রধান আসরি ইউসুফ বলেন, মঙ্গলবার রাত ১ টার দিকে ওই বাড়ির রান্নাঘর থেকে আজাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিহত আজাদের বাবার নাম মফিয়ান উদ্দিন। আজাদের খণ্ডিত লাশ তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় নিহতের বাংলাদেশি দুই রুমমেট মো. জুলফিকার (৩৭) ও নূর (৫০) কে খুঁজছে পুলিশ। জুলফিকার খাবারের দোকানে এবং নূর ফ্যাক্টরি শ্রমিক বলে জানা গেছে।

পলাতক দুইজনকে ধরতে সাধারণ জনগণের সহায়তা চাওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ প্রধান আসরি ইউসুফ। এ দু’জন আটক হলে ঘটনার মূল রহস্য জানা যাবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ