২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৪

শাহজালালে ৪০টি স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুল্ক গোয়েন্দার একটি দল দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৫৮৪-তে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এমিরেটসের ওই ফ্লাইটটি অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো উড়োজাহাজে তল্লাশি চালায়। একপর্যায়ে ইকোনমি ক্লাসের দুইটি সিট কভারের ভেতরে কৌশলে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের প্রতিটি বারে দশ তোলা করে মোট ৪ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ রয়েছে। এর মূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা জানায়, স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ওই সিটে কোনো যাত্রী ছিল না। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শণাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ