২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৮

পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবারদের অন্যত্র সরানো হল

নিজস্ব প্রতিবেদক:

পাহাড় ধসে আরও প্রাণহানি এড়াতে চট্টগ্রামে ১৫০ পরিবারকে অন্যত্র সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে নগরীর মতিঝর্ণা এবং বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাতে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে মতিঝর্ণা ও একে খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকার মিয়ার পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আপাতত এসব পরিবার তাদের ঘরে তালা লাগিয়ে আত্মীয়স্বজনের বাসায় চলে গেছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। এদিকে বারবার পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটলেও পাহাড়ের একপাশ কেটেই নতুন করে বসতবাড়ি গড়ে তুলছে সংঘবদ্ধ একটি চক্র। কিন্তু অভিযান পরিচালনাকালে এদের কাউকে পাওয়া যায়নি। অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান, পাহাড়কাটা বন্ধে আবার অভিযান পরিচালনা করা হবে। এছাড়া নগরীর বাইরে সীতাকুণ্ড এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করে মাইকিং করেছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ