১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

শ্যামনগর প্রতিনিধি:

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে ব্যবসায়ী আফসার আলীকে ৩ হাজার ও নুর আলমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শ্যামনগর ফুলতলা নামক স্থানে নিউ সততা বেকারীতে বেআইনি কৃত্রিম রং জব্দ ও ধবংস করা হয়। একই সাথে তাকে সতর্ক করা হয়। এ ছাড়া শ্যামনগর উপজেলা সদরের বাজারে বিক্রীর উদ্দেশ্যে আনা প্রায় ২৫ থেকে ৩০টি শালিক পাখি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উন্মুক্ত করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার শেখ আব্দুল্লাহ সাদীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ