১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুর্বণা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশি এলাকার বাউলনন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই এলাকার রুবেল হোসেনের মেয়ে এবং সুবর্ণা সুমন মিয়ার মেয়ে।

পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলা করছিল রুমা ও সুর্বণা। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুদের ভাসতে দেখেন বাড়ির লোকজন। দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুমা ও সুর্বণাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :মে ৬, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ